Jatiyonews

আলিয়ার তিনশ বার উঠবস ভিডিও প্রকাশ করলেন ক্যাট

আলিয়ার তিনশ বার উঠবস ভিডিও প্রকাশ করলেন ক্যাট
October 31
11:45 2017

বিনোদন ডেস্ক, জাতীয়নিউজ.কম ৩১ অক্টোবর : ফিটনেসের কারণে বলিউড পাড়াতে ক্যাটরিনা কাইফের সুনাম যথেষ্ট। প্রতিদিন নিয়মমাফিক ব্যায়াম পছন্দ করেন ক্যাট। এমন অভিনেত্রীকে ট্রেনার হিসেবে পাওয়া কিন্তু সৌভাগ্যের বিষয়! হয়তো এমনটাই ভেবেছিলেন আরেক অভিনেত্রী আলিয়া ভাট।

কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া দুই অভিনেত্রীর কসরত ভিডিও দেখলে চোখ কপালে উঠবে অনেকেরই। ভিডিওতে দেখা গেছে, আলিয়াকে ১০-১২ বা ৫০ বার নয়, গুণে গুণে তিনশ বার উঠবস করিয়েছেন ক্যাটরিনা কাইফ।

ব্যথার কারণে আলিয়া মাঝপথে থামতে চাইলেও অনুমতি দেননি ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির অভিনেত্রী। বাধ্য হয়ে দু’হাতে ডাম্বল নিয়ে ক্রমাগত উঠবস করে গেছেন আলিয়া।

মজার ছলে শ্যুট করা এমন ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্যাটরিনা নিজেই। স্বাভাবিক ভাবে পোস্টের পরই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ক্যাটরিনা আপাতত তার নতুন ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মুক্তির প্রহর গুনছেন। শোনা যাচ্ছে, খুব শিগগিরই মুক্তি পাবে সালমান-ক্যাটরিনা জুটির অ্যাকশন থ্রিলার এ ছবিটি। অন্যদিকে, রণবীর কাপুর এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে ব্যস্ত আলিয়া।
জাতীয়নিউজ.কম/এসপি

Share

About Author

admin

admin

Related Articles

Ad Here
Ad Here
Ad Here

Latest Video

Stay Connected With Us:


  • facebook
  • Twitter
  • Google Plus
  • Linkedin
  • Pinterest
  • Pinterest